পাবনার সুজানগরে ৪ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে পটল বিক্রি হচ্ছে। চলতি রমজান মাসে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা দরে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি হালি (মৌসুমী) পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা দরে। এ হিসেবে ৪ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল পাওয়া যাচ্ছে।
উপজেলার মথুরাপুর গ্রামের পেঁয়াজ চাষি ইউনুস আলী শেখ বলেন, চলতি মৌসুমে হালি পেঁয়াজের বাজারে একদম ধস নেমেছে। প্রতি মণ পেঁয়াজ মাত্র ১১শ’ থেকে ১২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। একই এলাকার পেঁয়াজ চাষি আক্তার হোসেন বলেন, এ বছর ৫ বিঘা জমিতে হালি পেঁয়াজ আবাদ করেছি। ফলনও বেশ ভাল হবে।
আরও পড়ুনকিন্তু হাট-বাজারে পেঁয়াজের বর্তমান বাজারে উৎপাদন খরচও উঠছে না। অথচ হাট-বাজারে পটলের বাজার আকাশ ছোঁয়া। হাট-বাজারে বর্তমান বাজার মূল্যে ৪ কেজি পেঁয়াজ বিক্রির টাকা দিয়ে ১ কেজি পটল কিনতে হচ্ছে। তাছাড়া হাট-বাজারে পেঁয়াজের চেয়ে অন্যান্য সবজির দামও অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, হাট-বাজারে পেঁয়াজের আমদানি বেশি। সেকারণে দাম কম। তবে আমদানি কমে গেলে দাম বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন