ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

নাটোরে গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নাটোরে গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গোরস্থানের জমি নিয়ে বিবাদে দুই পক্ষের সংঘর্ষে নজিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।

এছাড়া এঘটনায় আহত হয়েছেন নওপাড়া গ্রামের বন্দে আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৪৬), সিরাজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), বাবু মিয়া (৪৫)। আহতদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গোরস্থানের জমি নিয়ে গনি মিয়া ও জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে বিবাদ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) গনির পুত্র ওমর ফারুখের (৩৯) সাথে জাহাঙ্গীর আলমের তর্কবিতর্ক হয়।

তর্কবিতকেরর্ এক পর্যায়ে উভয় সমর্থকদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে নজিম উদ্দিন গুরুতর আহত হয়। তাকে উদ্বার করতে এগিয়ে এলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের কর্তব্যরত চিকিৎসক নজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে