ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১০

রাঙামাটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১০

নিউজ ডেস্ক:  রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় পাহাড়িকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছে। 


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে পাহাড়িকা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শহরের রিজার্ভ বাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় পৌঁছালে ব্রেকফেল করে। এতে বাসটি সড়কের পাশের পাহাড়ে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
 
প্রত্যক্ষদর্শী মো. নাজমুল হোসেন বলেন, “সাপছড়ি এলাকার ঢালু পথটি নামার সময়ই ড্রাইভার আমাদের সকলকে বলে যে গাড়ি ব্রেকফেল করেছে। এর একটু পরই গাড়িটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে এবং উল্টে যায়। আমরা অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে আসি।”

আরও পড়ুন

রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী বলেন, “পাহাড়িকা পরিবহনের একটি আন্তঃজেলা বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়। আমরা ফায়ার সার্ভিস এবং রেকারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।”

রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এন্থনী চাকমা জানান, বাস দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত চার জন হাসপাতালে এসেছেন। তার মধ্যে তিন জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অপর একজন কিছুটা বেশি আহত হয়েছেন। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তার এক্সরে করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি