ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

রোনালদো-নেইমারের জন্মদিন আজ

রোনালদো-নেইমারের জন্মদিন আজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আজকের ৫ ফেব্রুয়ারিতে পৃথিবীর আলো দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। ক্রিশ্চিয়ানো রোনালদো মাদেইরা, ম্যানচেস্টার, মাদ্রিদ, তুরিন হয়ে এখন রাজ করছেন সৌদি আরবের রিয়াদ শহর। কঠোর পরিশ্রম একজন ফুটবলারকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণের একটি হয়ত তিনিই। মাদেইরার রাস্তায় জীবনের শুরুর দিনগুলো ভাবলে রোনালদোর চোখের কোণে আজও জল জমে। সেখান থেকে পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সান্নিধ্য। ভোলেননি স্যার ফার্গির শিক্ষা। নিজেকে প্রথমে করেছেন প্রজন্মের সেরা। সেখান থেকে রোনালদো আজ সর্বকালের সেরাদের একজন। আনুষ্ঠানিক হিসেব বলছে, তিনিই রাজকীয় এই খেলার সর্বোচ্চ গোলদাতা। বয়স যখন ৪০, তখন পর্যন্ত নিয়মিত গোল করে চলেছেন সৌদি লিগে। 

ফুটবলের পরিশ্রমের সঙ্গে হাত ধরাধরি করে চলে প্রতিভা শব্দটা। প্রতিভার প্রশ্নে নেইমার জুনিয়রের নামটা উঠে আসবে প্রজন্মের কাছে। ইনজুরির থাবায় বারবার ক্ষতবিক্ষত তিনি। জীবনের কিছু ভুল সিদ্ধান্ত আর ইনজুরিকে পাশ কাটিয়েও অবশ্য নেইমার অনন্য, অনবদ্য। বল পায়ে সবুজ গালিচায় ছুটতে থাকা একজন নেইমার এখনো কোটি কোটি চোখের তৃপ্তির কারণ। ইনজুরির কারণে কখনোই বড় পুরস্কারের পোডিয়ামে দেখা যায়নি নেইমারকে। তবে প্রতিভা নিয়ে সন্দেহ নেই। সান্তোস থেকে বার্সেলোনায় যখন এসেছিলেন, তখন তাকেই ভাবা হয়েছিল ফুটবলের সবচেয়ে নিরাপদ ভবিষ্যত। সেই উচ্চতায় যেতে না পারলেও অর্জন একেবারেই কম না বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও দুবার লা লিগা জিতেছেন নেইমার। পিএসজির হয়েও পাঁচবার জিতেছেন লিগ ওয়ান। আর ব্রাজিলের মতো দেশে তিনিই সর্বোচ্চ গোলদাতা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

গুঁড়িয়ে দেওয়া হলো বগুড়া জেলা আ’লীগ কার্যালয়

তিন পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন

ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা