ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বছর শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের লড়াই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, যেটি আগে পরিচিত ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে।

সিরিজের সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে ২৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।

আরও পড়ুন

এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দলই। কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে এটিই শেষ সুযোগ দল গুছিয়ে নেওয়ার, সমন্বয় পরখ করার এবং কৌশল ঝালিয়ে নেওয়ার।

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে মোট ৪৭ বার। এর মধ্যে ২৪ ম্যাচে জিতেছে ক্যারিবীয়রা, আর ২১ ম্যাচে জয় বাংলাদেশের। দুই ম্যাচের কোনো ফল হয়নি। টি-টোয়েন্টিতে দুই দলের লড়াই হয়েছে ১৮ বার। ৯ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের, ৮ ম্যাচে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রেফ্রিজারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়ায় ২৪শ’ পিস ইয়াবা উদ্ধার দুই নারীসহ তিনজন গ্রেফতার

এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করে তুলতে মন্ডপ-কারখানায় ব্যস্ত শিল্পীরা

এশিয়া কাপ: বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ