ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ: বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

টস জিতে লিটন বলেন, 'আমরাই প্রথমে ব্যাট করব। ছেলেরা সবাই দারুণ উচ্ছ্বসিত এই ম্যাচের জন্য, এটা আমাদের জন্য অবশ্যই জিততে হবে এমন একটি খেলা। উইকেটটা কিছুটা ধীর মনে হচ্ছে, ১৬০ রান ভালো টোটাল হবে। ব্যাটিংয়ের জন্য উইকেটটা মোটের ওপর ভালোই দেখাচ্ছে। আমাদের দলে চারটি পরিবর্তন এসেছে—তাসকিন ফিরেছে। দলে তিনজন স্পিনার ও দুইজন পেসার রয়েছে। '

অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, 'আমরাও প্রথমে ব্যাট করতে চাইতাম, তবে টি–টোয়েন্টিতে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ছেলেরা তিন দিনের ভালো বিশ্রাম পেয়েছে, সঙ্গে দারুণ একটি প্র্যাকটিস সেশনও হয়েছে। আমাদের শক্তি হলো বোলিং ইউনিট, বিশেষ করে স্পিন বোলিং। তবে ইউনিট হিসেবে সবাইকে ভালোভাবে বোলিং করতে হবে এবং ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়েই আমাদের মাঠে নামতে হবে। শারীরিক অবস্থাও দারুণ লাগছে, খেলা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। হংকংয়ের বিপক্ষে যে একাদশ খেলেছিলাম, আজও সেই একই দল নিয়েই নামব। '

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। যে হারে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে তারা। সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশের জন্য। তাছাড়া ম্যাচের ভেন্যুও অনেকটা আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো।

তবে ম্যাচ জিতলেই সব সমস্যা শেষ হবে না। চোখ রাখতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লঙ্কানরা। যদি তারা আফগানদের হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই জায়গা পাকা হবে পরের পর্বে।

আরও পড়ুন

কিন্তু যদি আফগানিস্তান জেতে, তবে সমীকরণ হবে জটিল। বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হবে। তখন নির্ধারণী হবে রান রেট। এই জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

অন্যদিকে, যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে আর কোনো সমীকরণই কাজে লাগবে না। টাইগারদের পয়েন্ট থেকে যাবে ২। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান, নিজেদের ম্যাচের আগে-ই ৪ পয়েন্টে থেকে নিশ্চিত হয়ে যাবে পরবর্তী পর্বের লড়াইয়ে। এমন সব কঠিন সমীকরণ সামনে রেখেই মাঠে নামছে দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

পাবনার সুজানগরে পাইপগান উদ্ধার

ঢাকায় চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

বগুড়ার কাহালুতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ তিনজন নিহত

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ