সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের মশিপুর বাতিয়ারপাড়া গ্রামে জামাল সর্দার (৬৫) আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, নিহত বৃদ্ধ এলাকার মানুষের কাছ থেকে সুদ দেয়ার শর্তে ঋণ গ্রহণ করেছিল। পাওনাদারের টাকা দিতে পারছিল না। এলাকার মানুষের ঋণের চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা ধারনা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নিহতের লাশ উদ্ধোর করে মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন