বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকান পাট উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
পৌর এলাকায় সোন্দর্য বৃদ্ধি লক্ষ্যে ও প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে বগুড়া-নওগাঁ মহাসড়কে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার উচ্ছেদকৃত জায়গায় এই বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামছুন্নাহার, পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপ সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, সাবেক বন কর্মকর্তা আখতারুজ্জামান রাঙ্গা, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী সহ প্রমুখ। উল্লেখ্য এ দিন সৌন্দর্য বর্ধনকারী প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন