ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

দশ মাসে কোরআনের হাফেজ ১০ বছর বয়সী মাহী

দশ মাসে কোরআনের হাফেজ ১০ বছর বয়সী মাহী। ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : দশ মাসে কোরআনের হাফেজ হয়েছে শিশু তাসফিয়া মাহী। বর্তমানে তার বয়স ১০ বছর। এতো কম সময়ে ৩০ পারা কোরআনের হাফেজ হাওয়ায় তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ খুবই আনন্দিত। মাহী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে। সে উল্লাপাড়া পৌরসভার উম্মে হানি বালিকা মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্রী।

মাহির পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মতিনের ৩ মেয়ের মধ্যে সবার ছোট মাহী। ছোট বেলা থেকেই সে অনেক বেশি মেধাবী ছিল। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি তাফসিয়া মাহী পরিবারের আগ্রহে মাদ্রাসায়েও ভর্তি হয়। পরে ৩ মাসে নাজরানা বিভাগে পড়ার পর ১০ মাসের মধ্যে কোরআনের হাফ্জে হয়। মাহী বর্তমানে ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। আরবি শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।

তাফসিয়া মাহী বলে, আল্লাহর কাছে হাজারও শুকরিয়া সে ১০ মাসের চেষ্টাতে কোরআনের হাফেজ হতে পেরেছে। ভবিষ্যতে সুযোগ পেলে সে কোরআনের উপর গবেষণা করতে চায়। তাফসিয়ার মা আজমিরা পারভীন জানান, প্লে শ্রেণি থেকেই মাহীর মধ্যে যথেষ্ট প্রতিভা লক্ষ্য করা যায়। ক্লাসে পরীক্ষায় সে ভালো ফলাফল করত। চতুর্থ শ্রেণিতে উঠলে তারা তাকে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসায় ভর্তির সিদ্ধান্ত নেন। তার কম সময়ে এই অর্জনে পরিবার আনন্দিত।

আরও পড়ুন

উম্মে হানি বালিকা মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল হান্নান বলেন, তাফসিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হেফ্জ বিভাগে ভর্তি হয়। সে খুবই মেধাবী। প্রতিদিন ৫ থেকে ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্ত করতে পারত সে। অল্প দিনের প্রচেষ্টায় সে হাফেজ হতে পরেছে বলে তারা আনন্দিত। মাহীকে এজন্য প্রতিষ্ঠান থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!

লিভারপুলকে তাদের মাঠে জিততে দেয়নি আর্সেনাল

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আ’লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে : মির্জা আব্বাস

আলুঘাটির প্রেমে পড়ে ঢাকায় ফুডকার্ট দিলেন ঝিনাইদহের যুবক | Traditional Food Alu Ghati