ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৪ বিকাল

৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংবাদ প্রকাশের পর বগুড়ার শাজাহানপুর উপজেলা হাসপাতালে আমুল পরিবর্তন

সংবাদ প্রকাশের পর বগুড়ার শাজাহানপুর উপজেলা হাসপাতালে আমুল পরিবর্তন, ছবি: দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুর হাসপাতালে রোগীদের নিম্নমানের পথ্য সরবরাহ” শিরোনামে গত ৬ জানুয়ারি দৈনিক করতোয়া’র শেষ পাতায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেছে দৃশ্যপট। এখন হাসপাতালে ভর্তি  রোগীদের দেওয়া হচ্ছে মানসম্মত পথ্য। সেই সাথে প্রতিটি রোগীর বেডে দেওয়া হয়েছে পরিচ্ছন্ন চাদর, বালিশের কভার ও কম্বল। এছাড়া রোগীদের নিম্নমানের পথ্য সরবরাহ এবং বিছানার চাদর ও বালিশের কভার না দেওয়ার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিটি ভর্তি রোগীর বেডে পরিচ্ছন্ন চাদর, বলিশের কভার এবং শীত নিবারণে দেওয়া হয়েছে কম্বল। বাম পায়ে বড়ই গাছের কাটা বিদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা নিতে গত ৩০ ডিসেম্বর শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার খরনা ইউনিয়নের তিতখুর গ্রামের ষাটোর্ধ কৃষক আলউদ্দিন। তিনি বলেন, আগে সকালের নাস্তায় ডিম ও কলার সাথে দুর্গন্ধ যুক্ত শক্ত রুটি দেওয়া হতো। ৬ তারিখ থেকে ডিম ও কলার সাথে ভালো রুটি দেওয়া হচ্ছে। দুপুর এবং রাতের খাবারে থাকছে মাছ-মাংস।

আরও পড়ুন

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, জনবলের সংকট থাকা সত্বেও চিকিৎসা নিতে আসা রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে। যার সুফল উপজেলাবাসি পাচ্ছেন। তবে নিম্নমানের পথ্য সরবরাহ এবং বিছানার চাদর ও বালিশের কভার না দেওয়ার বিষয়টি তার জানা ছিলনা। বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া অনিয়মের কারণ অনুসন্ধানে জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) আহ্বায়ক এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রোজিনা আক্তার মিলিকে সদস্য সচিব করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বাড়তে ইতোমধ্যে সরকারি ভাবে এ্যানেস্থেসিয়া মেশিন, ওটি লাইট এবং ডেণ্টাল চেয়ার বরাদ্দ পাওয়া গেছে।  এগুলো এখন ইন্সটলেশনের অপেক্ষায় রয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক