বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শ্যামবাড়িয়া এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফানুস মিয়া শাজাহানপুরের ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাইকেল মেকার এরশাদ মিয়া জানান, সন্ধ্যার দিকে একটি ট্রলি ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বাইপাস সড়কে উঠছিল।
এসময় লিচুতলা থেকে মাটিডালিগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রলিটিকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক ফানুসকে টেনে কয়েশ’ গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনপরে স্থানীয়রা এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটকে রেখে সদরের নারুলী পুলিশ ফাঁড়িতে খবর দেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পৌঁছার আগেই নিহতের স্বজনরা লাশটি নিয়ে যায়। আর গাড়ি দু’টি থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন




_medium_1768836942.jpg)

_medium_1768836371.jpg)

