বগুড়ার কাহালুতে জমির মাটি কেটে পুকুর খননের অভিযোগে একজনের লাখ টাকা জরিমানা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কাহালু উপজেলার নশিরপাড়া গ্রামের মাঠে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করেন।
জানা গেছে, কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বামুজা গ্রামের পলাশ নামে এক ব্যক্তি উপজেলা প্রশাসনের বিনাঅনুমতিতে কাহালু সদর ইউনিয়নের নশিরপাড়া গ্রামের মাঠে এক্সকেভেটর মেশিনের মাধ্যমে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করছিল।
বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৭)’ ক ধারায় ওই ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করাসহ আদালত পুকুর খননের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। তাকে সহযোগিতা করেন কাহালু থানার এসআই জমসেদ আলী, কাহালু সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমরুল কায়েসসহ পুলিশের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন



_medium_1768836942.jpg)

_medium_1768836371.jpg)


