ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নওগাঁর রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদন্ড, প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের গতকাল শনিবার জেলা কারাগারে  প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা এলাকায় গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব বালুভরা গ্রামের খবির উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই গ্রামের আমির উদ্দীনের ছেলে আমান হোসেন (৫৫) এবং উপজেলার বেতগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাহেল হোসেনকে (২৮) জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়।

আরও পড়ুন

আটককৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জুয়া খেলার অপরাধ উদঘাটিত হওয়ায় জুয়া আইনে প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'