ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে কপির মণ ৫০ টাকা

বগুড়ার শেরপুরে কপির মণ ৫০ টাকা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরের বাজারে বিভিন্ন সবজির দাম কমে যাওয়ায় প্রান্তিক চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। লোকসানের মুখে পড়ে তাদের ঋণগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে জানা যায়, বাজারগুলোতে গত কয়েক দিনযাবত বিভিন্ন সবজির দাম কমছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ফুলবাড়ি সবজির পাইকারি বাজারে এক মণ ফুলকপি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজির দাম ছিল মাত্র ১০ টাকা। তবে মৌসুমের শুরুতেই কপির দাম ছিল খুচরা বাজারে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকা।

উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক সাইফুল ও হাবিব বলেন, দুই বিঘা জমিতে ঋণ নিয়ে ফুলকপি চাষ করেছি। শুরুতে দাম আশানুরূপ থাকায় ভালো লাভের আশা করেছিলাম। সবিজ বিক্রি করে ঋণ পরিশোধ ও খরচ বাদ দিয়ে লাভের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করে দাম এত কম হবে আশা করিনি। এখন আমরা উল্টো ঋণগ্রস্ত হয়ে পড়ব।

আরও পড়ুন

চন্ডিজান গ্রামের কৃষক আমজাদ বলেন, ১৪ শতক জমিতে দেড় টাকা দরে প্রতিপিস ফুলকপির চারা কিনে লাগিয়েছি। সার, কীটনাশক ব্যবহার করে এখন মণ প্রতি ৫০/৬০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে পরিবার নিয়ে মহাবিপাকে পড়তে হবে।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, বাজারে সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। এর ফলে ভোক্তারা উপকৃত হলেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার