ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার শেরপুরে কপির মণ ৫০ টাকা

বগুড়ার শেরপুরে কপির মণ ৫০ টাকা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরের বাজারে বিভিন্ন সবজির দাম কমে যাওয়ায় প্রান্তিক চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। লোকসানের মুখে পড়ে তাদের ঋণগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে জানা যায়, বাজারগুলোতে গত কয়েক দিনযাবত বিভিন্ন সবজির দাম কমছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ফুলবাড়ি সবজির পাইকারি বাজারে এক মণ ফুলকপি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজির দাম ছিল মাত্র ১০ টাকা। তবে মৌসুমের শুরুতেই কপির দাম ছিল খুচরা বাজারে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকা।

উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক সাইফুল ও হাবিব বলেন, দুই বিঘা জমিতে ঋণ নিয়ে ফুলকপি চাষ করেছি। শুরুতে দাম আশানুরূপ থাকায় ভালো লাভের আশা করেছিলাম। সবিজ বিক্রি করে ঋণ পরিশোধ ও খরচ বাদ দিয়ে লাভের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করে দাম এত কম হবে আশা করিনি। এখন আমরা উল্টো ঋণগ্রস্ত হয়ে পড়ব।

আরও পড়ুন

চন্ডিজান গ্রামের কৃষক আমজাদ বলেন, ১৪ শতক জমিতে দেড় টাকা দরে প্রতিপিস ফুলকপির চারা কিনে লাগিয়েছি। সার, কীটনাশক ব্যবহার করে এখন মণ প্রতি ৫০/৬০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে পরিবার নিয়ে মহাবিপাকে পড়তে হবে।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, বাজারে সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। এর ফলে ভোক্তারা উপকৃত হলেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

স্কুলে শিক্ষার্থীদের শেখ হাসিনার পক্ষে স্লোগান, ভিডিও ভাইরাল

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে রাতে নিখোজ পরে বিলে মিলল রক্তাক্ত মরদেহ

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা