সামাজিক দায়বদ্ধতা থেকে গুজব রোধে কাজ করতে হবে : ডিসি, বগুড়া

স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে গুজব রোধে কাজ করতে হবে। গুজব রোধে মসজিদসহ ধর্মীয় উপাসানালয়ে আলোচনা ও প্রচার চালাতে হবে। গুজব একটি ভয়ঙ্কর সমস্যা। একটা সমাজ, জাতিকে পিছনের দিকে নিয়ে যায়। তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের উদ্দেশ্যেই গুজব তৈরি করে কেউ কেউ। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গুজব প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে লিফলেটসহ সচেতনতামূলক প্রচারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আজ রোববার (৪ মে) বগুড়ায় ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৬০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুনসভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএফইউজে’র নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মহসীন আলী রাজু, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, হাবিবুর রহমান আকন্দ, মমিনুর রশিদ সাইন, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
মন্তব্য করুন