ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুরে শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডি‌সেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার ভো‌রে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মো. কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়াও শরিয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। আর অন্তর কবিরাজের বিরুদ্ধে সদর মডেল থানায় রয়েছে ৫টি মামলা।


পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে জেলা শহরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পারে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালায় পুলিশ। পরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোর রাতে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন গণমাধ্যমকে জানান, শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, অভিযুক্ত ওই দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। এছাড়া শরিয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১