ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করলে দুর্নীতি হ্রাস পাবে

বগুড়ায় দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

বগুড়ায় দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। টিআইবি’র অঙ্গ সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহানাজ পারভীন। আরও বক্তব্য রাখেন তথ্যমেলা উদ্যাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, সনাক’র সহ-সভাপতি হোসনে আরা হায়দার, টিআইবি’র কো-অর্ডিনেটর (সিই) আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়োজনীয় তথ্য পেতে সাধারণ মানুষ যখন সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে যেয়ে হয়রানির শিকার হতেন এমন পরিস্থিতিতে ২০০৯ সালে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়। যেন এই আইনের মাধ্যমে মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ১৬ বছর আগে তথ্য অধিকার আইন করা হলেও বেশিরভাগ সাধারণ মানুষ এ বিষয়ে জানেন না।

তাই এবিষয়ে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে। এটি ভালো একটি আইন। কারা তথ্য দেবে কীভাবে দিবে, কী তথ্য দিবে তা এই আইনে বলা আছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে যেমন সুশাসন নিশ্চিত হবে তেমন দুর্নীতিও হ্রাস পাবে। এটি নিশ্চিত করতে পারলে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। উদ্বোধনী আলোচনা সভাটি সঞ্চালনা করেন সনাক সদস্য নিভা সরকার পুর্ণিমা ও মেরাজুল হাসান মন্ডল।

আরও পড়ুন

তথ্য মেলায় সরকারি-বেসরকারি মিলে মোট ২৯টি স্টল রয়েছে। এরমধ্যে সরকারি ২৪টি এবং বেসরকারি ৫টি। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সনাকের যে স্টল রয়েছে ওই স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে মেলার দর্শনার্থীদের সহযোগিতা করা হচ্ছে।

দু’দিনব্যাপী এ মেলার আজ শেষ দিন। শেষদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এরমধ্যে বেলা সাড়ে ১১টায় কুইজ প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩টায় বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা, ক্রেস্ট বিতরণ ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার