ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

এডিস মশার আগ্রাসন থামছেই না

এডিস মশার আগ্রাসন থামছেই না, প্রতীকী ছবি

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত রোববার আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এটি এ বছর একদিনে সর্বোচ্চ ডেঙ্গুতে মৃত্যু। এ নিয়ে এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ৪৫৯ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৭৯১ জন।

ডেঙ্গু নিয়ে যে স্বস্তির ভাব বিরাজমান ছিল তা আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকির মধ্যে পড়েছে। ডেঙ্গু এডিস মশা বাহিত ভাইরাস জনিত রোগ আর কার্যকর উদ্যোগের অভাবে দিন দিন এডিস মশার উৎপাত বেড়েছে এমন আলোচনাও নতুন নয়। ফলে সামগ্রিকভাবে ডেঙ্গু পরিস্থিতি আমলে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলেই প্রতীয়মান হয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। আক্রান্ত মানুষের সংখ্যা এতই বেশি যে তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু কেড়ে নিয়েছিল ১ হাজার ৭০৫ জনের প্রাণ। যা এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যেখানে ২০২২ সালে ২৮১ জন আর ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। এতে বোঝা যাচ্ছে গত কয়েক বছরে ব্যাপক বিস্তারসহ ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। কেন এত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে গবেষণা বলছে জলবায়ু পরিবর্তন এর অন্যতম কারণ। দেখা যাচ্ছে বর্ষাকালের বেশির ভাগ দিন শুস্ক থাকছে।

তবে যখন বৃষ্টি হচ্ছে তখন ব্যাপক ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে জমে থাকা পানি দীর্ঘদিন অবস্থান করছে। যা ডেঙ্গুবাহী মশার বিস্তারে ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে, এ বিষয়টি এবারের ডেঙ্গু প্রকট আকার ধারণ করায় ভূমিকা রেখেছে। বাংলাদেশে বর্ষা ঋতুর পরিবর্তন এখন স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। আগে বর্ষাকাল থাকত জুন থেকে আগস্ট পর্যন্ত।

কিন্তু এখন এটি পরিবর্তন হয়ে বর্ষাকাল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত থাকছে। এমন কি এক দশক আগেও বর্ষা মৌসুমে হাল্কা বৃষ্টি, ভারী বৃষ্টি এবং নির্দিষ্ট ভারী বৃষ্টিপাত হতো। কিন্তু এখনকার বর্ষা মৌসুমে বৃষ্টির দিনের সংখ্যা কমে গেছে। কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখন তা আগের চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে। আর কম সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার অর্থ হলো পানি জমে যাচ্ছে। বাজে ড্রেনেজ সিস্টেম এই অবস্থাকে আরও খারাপ করেছে। বিশেষ করে শহুরে এলাকায় এটি খারাপ প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ও তাপমাত্রার পরিবর্তন এডিস মশার বংশ বিস্তারে প্রভাব রাখছে। বর্ষাকাল আমাদের দেশে এই মশার জন্য প্রজনন বান্ধব। মশা নিধনের যে পদ্ধতি বা কীট নাশক ব্যবহার করা হয়, তার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন রয়েছে। কেবল ওপরে স্প্রে করলেই হবে না, একই সঙ্গে পানির স্তরেও লার্ভা ও পিউপা নিধনে তরল কীটনাশক ব্যবহারে জোর দিতে হবে। সেই সঙ্গে নগরবাসীকে সচেতন হতে হবে নিজ নিজ বাসা বাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে।

আরও পড়ুন

এটা সত্য মশাবাহিত রোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর বিশ্বের ৭ লাখ ২৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় মশা। আর এর মধ্যে ডেঙ্গু জ্বরে মারা যান ৩৬ হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্ক বার্তায় জানিয়েছে, বিশ্বের অর্ধেক মানুষই রয়েছেন ডেঙ্গু ঝুঁকিতে। তাছাড়া বিশ্বের কোনো কোনো দেশে জরুরি জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। উল্লেখ্য, ২০২৩ সালে পৃথিবীর প্রায় ১৩০টি দেশে ডেঙ্গু সংক্রমণ ঘটেছিল।

এর মধ্যে ৭টি দেশে ডেঙ্গুর প্রকোপ তীব্র হয়েছে-যার মধ্যে আছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও ডেঙ্গুর প্রকোপ তীব্র হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, বুরকিনা ফাসো, ফিজি, পাকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনাম। আগে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর বিস্তার ওই নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকত। কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিনের সময় বেড়েছে তাই সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী বেড়েছে ডেঙ্গু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে যত মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তার ৭০ শতাংশই এশিয়ার। সংস্থাটি আরও জানিয়েছে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। সর্বোপরি আমরা বলতে চাই, ডেঙ্গু সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক পদক্ষেপ নিন। পর্যবেক্ষণ সাপেক্ষে করণীয় নির্ধারণ ও তার যথাযথ উদ্যোগ নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া, ডেঙ্গু রোধে প্রয়োজনীয় সচেতনতা বাড়ানো সহ পরিকল্পিত উদ্যোগ গ্রহণ এবং তার বাস্তবায়নেরও কোনো বিকল্প নেই। সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে ডেঙ্গু আশংকাজনক হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে কৃষকের তালিকা না থাকায় ধান কিনতে পারছে না সরকারি গুদাম

বগুড়ার শেরপুরে চুরি যাওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ার গাবতলীতে প্রবাসী স্ত্রীর ব্যাংক থেকে প্রতারক চক্র হাতিয়ে নিলো ৫০ হাজার টাকা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার বিষয়ে কী জানাল পুলিশ

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকের বিরুদ্ধে মামলা

আয়কর রিটার্ন যারা জমা দেননি তারা নজরদারিতে: এনবিআর