ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে

বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতীকী ছবি

বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। সৃষ্ট পরিস্থিতি এমন যেন এটি এক ধরনের দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে। বজ্রপাতে একের পর এক ঝরছে প্রাণ-এটা কতটা ভয়ানক তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল, দেশের ১৪ জেলাতে বজ্রপাতে গত ২৪ ঘন্টায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৩ জন ও নেত্রকোনায় ২ জন মারা যান। এ ছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভী বাজার, চাঁদপুর, শরীয়তপুর, যশোর, ঝালকাঠি, বরগুনা, খুলনা, মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে নিহত হন।

গত সোমবার বজ্রপাতে সারা দেশে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে ব্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ফসলের মাঠে কৃষি কাজে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা বলতে চাই, যখন এসব তথ্য উঠে আসছে, তখন পরিস্থিতি ভয়াবহতা অনুধাবন করা জরুরি। পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এটাও বিবেচ্য যে, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে এটা বলেছেন, বজ্রপাতে মৃত্যুরোধে অবহেলা নয়, সবার মধ্যে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। এ ছাড়া বৃষ্টির সময় যতটা সম্ভব ঘরে অবস্থান করতে হবে। প্রাণহানি বিবেচনায় ২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। এরপর আট বছর পার হলেও এখনো এই দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর টেকসই কোনো প্রকল্প হাতে নিতে পারেনি মন্ত্রণালয়।

যদিও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা মানুষের সাধ্যের বাইরে। কিন্তু ব্যবস্থাপনা আধুনিক ও দক্ষ থাকলে ক্ষয়ক্ষতি কমানো যায়। তথ্য মতে, ২০১৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুই প্রকল্পের (কাবিখা ও টিআর) মাধ্যমে সারা দেশে ৪০ লাখ তাল গাছের চারা রোপণ শুরু করে। কিন্তু সেটিতে প্রত্যাশিত সাফল্য না আসায় ২০২২ সালে সেটি বাতিল ঘোষণা করা হয়।

২০১৮ সালে আবহাওয়া অধিদপ্তরের নেওয়া লাইটেনিং ডিটেকশন সেন্সর প্রকল্পও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যক্ষমতা হারিয়েছে। অন্যদিকে ২০২১ থেকে ২০২২ অর্থ বছরের আওতায় দুর্যোগ ব্যবস্থাপক অধিদপ্তর বজ্রপাত প্রবণ ১৫ জেলায় একই প্রকল্পের (কাবিখা ও টিআর) মাধ্যমে ৩৩৫টি বজ্র নিরোধক যন্ত্র বসায়। সংশ্লিষ্ট জেলাগুলোয় তথ্য নিয়ে জানা যায়, এর বেশির ভাগই সচল নেই।

আবার কোনটির কাভারেজ বা রেডিয়াস খুব কম। এই ধরনের আরও ৬ হাজার ৭৯৩ দন্ড বসানোর জন্য ৩২১ কোটি টাকার প্রকল্প সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প খুব বেশি কার্যকরি হবে না। কারণ এসব যন্ত্রের কাভারেজ খুবই কম। যদি কাভারেজ কয়েক কিলোমিটার বা কয়েক শ মিটারও হয়। তাহলে এটি বজ্রপাত থেকে রক্ষায় কার্যকর হবে। আর তা না হলে এটি থেকে সুফল আসবেনা।

আরও পড়ুন

উল্লেখ্য, জাপানের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের তথ্যানুযায়ী, বজ্রপাতে বেশি মানুষ মারা যায় বাংলাদেশের ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ফরিদপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভী বাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়। মাঠে ফসলের ক্ষেতে কাজ করা বা মাছ ধরার সময় বেশি মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে। জলবায়ু পরিবর্তনের ফলে এর প্রভাব পড়ছে সর্বত্র।

ফলে দেশে বজ্রপাত বেড়েছে। দেশে প্রতি বছর গড়ে ২ হাজার ৪০০ বজ্রপাতের ঘটনা ঘটে। আগে তালগাছ বজ্রপাত ঠেকাত। এখন তালগাছ ও উঁচু গাছ নেই বললেই চলে। বিশ্বে বছরে বজ্রপাতে যত মানুষ মারা যাচ্ছে, তার অর্ধেকই বাংলাদেশে-এই তথ্য অত্যন্ত আশ্চর্যজনক। বজ্রপাতে বিপুল সংখ্যক গাছপালা ও গবাদি পশু মারা যায়। এ ছাড়া মৃত্যুর চেয়ে বেশি মানুষ আহত হন।

আহতদের চিকিৎসা বা ওষুধ নেই। দেশের হাসপাতালগুলোতে এমন তথ্যও প্রকাশিত হয় গণমাধ্যমে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে তাপমাত্রা বেড়েছে। তার প্রমাণ আমরা বেশ আগে থেকেই পেয়ে আসছি। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির জন্যই বাড়ছে বজ্রপাত। আমাদের মনে রাখতে হবে, দুর্যোগকে এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু যথাযথ উদ্যোগ নিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বজ্রপাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিও বজ্রপাতের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। ১৯৮৪ থেকে ২০১৩ পর্যন্ত ৩০ বছরে রংপুর বিভাগে তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বজ্রপাতের ঘটনা। বজ্রপাতের বিপদ এড়াতে আবহাওয়ার দূষণ ঠেকাতে হবে। উঁচু গাছের সংখ্যা বৃদ্ধি করাও জরুরি। এই দুর্যোগের ভয়াবহতাকে সামনে রেখে সব ধরনের উদ্যোগ গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নে কাজ করবে এমনটি কাম্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ