ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুম্বাইয়ে পাড়ি জমাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট

মুম্বাইয়ে পাড়ি জমাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। সম্প্রতি সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে বলেও গুঞ্জন রটায়। আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!’  শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।

মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের। সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন আমাকে মুম্বাইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতেই হচ্ছে। যেমন ‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে। 

‘আমাদের ‘প্রজাপতি ২’ ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধা হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি। সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে খোলাখুলি এ কথা জানিয়েছেন দেব। শুধু তাই নয়, প্রেমিকা রুক্মিণীর ক্যারিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন

দেবের কথায়, ২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

শনিবার বগুড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুুষ্ঠান

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

সালমা’র কন্ঠে ‘দেখলে তোমায় হইগো পাগল’ আর ‘মায়া লাগেরে’

আনুপাতিক ভোট স্বৈরাশাসনের দিকে ঠেলে দেবে: রুহুল কবীর রিজভী