ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো, জয় আল নাসরের

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো, জয় আল নাসরের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে। আল গারাফার বিপক্ষে জোড়া গোলে রোনালদোর গোলসংখ্যা এখন ৪৫০। ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। 

সোমবার (২৫ নভেম্বর) ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোল দুটি করেন রোনালদো। ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

আরও পড়ুন

 ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে রোনালদো বলেছেন, আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং সবসময় গোল করা ও জেতাতে মনোযোগ দেই। যদি দল জেতে, আমি খুশি। এই জয় সমর্থক, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা