ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ধোনিকে ভারত দলে যুক্ত করতে চায় বিসিসিআই 

ধোনিকে ভারত দলে যুক্ত করতে চায় বিসিসিআই, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নতুন দায়িত্ব পেতে পারেন ধোনি। তাকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ধোনি এতে রাজি হবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

‘ক্রিকব্লগার’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা বলেছেন, ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে তার মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ধোনি দলের সম্পদ হতে পারে। এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কী একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড। ছোট ফরম্যাটে গম্ভীর সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তাহলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? ধারণা করা হচ্ছে, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার ওপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড।

ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি। এবার পুনরায় ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণটা অবশ্যই গম্ভীর। দু’জন একই সময়ে ভারতীয় দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন গম্ভীর। কিন্তু তাদের পরিকল্পনা মেলে না। এর আগেও অনেকবার গম্ভীরের মুখে ধোনির সমালোচনা শোনা গেছে।

আরও পড়ুন

এই অবস্থায় দু’জনে এক দলে থাকলে হিতে বিপরীত হতে পারে। সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব না-ও মানতে পারেন। এদিকে ২০২৬ সালে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে ভারত। তৃতীয়বার দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদবেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা