তিন গোল বাতিল, তবুও জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : তিন তিনটি গোল বাতিল, তারপরও আটকানো যায়নি রিয়াল মাদ্রিদকে। পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে লা লিগায় মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার শীর্ষেও উঠে গেছে তারা।
বার্নাব্যুর উত্তেজনাপূর্ণ ম্যাচে মৌসুমে প্রথমবার গোলশূন্য থাকলেন কিলিয়ান এমবাপ্পে। তার আক্ষেপটা আরও বড়, অফসাইডের কারণে ফরাসি এই তারকার দুটি গোল বাতিল হয়েছে। রিয়ালের বাতিল হওয়া আরেক গোল এসেছিল তরুণ আর্দা গুলেরের পা থেকে। ম্যাচের শুরুতেই চমক দেখায় মায়োর্কা। ১৮ মিনিটে ভেদাত মুরিকির গোলে এগিয়ে যায় অতিথিরা। এর আগে খেলার পঞ্চম মিনিটেই জাল কাঁপিয়েছিলেন এমবাপ্পে, কিন্তু তা অফসাইডে বাতিল হয়। ৩৭ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান গুলের। কয়েক মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে আরও নাটকীয়তা। ৪৭ মিনিটে আবারও অফসাইডে গোল বাতিল হয় এমবাপ্পের। ৫৫ মিনিটে গুলের গোল করলেও হ্যান্ডবলের কারণে ভিএআরে বাতিল হয়ে যায়। ৬২ মিনিটে মায়োর্কাও আক্ষেপ করেছে গোল না হওয়ায়। তখন জালে বল পাঠালেও গোল লাইন থেকে সেটা ক্লিয়ার করে রিয়ালকে বাঁচিয়েছেন আলভারো কারেরাস। এই জয়ে মৌসুমে এখনও শতভাগ ছন্দ ধরে রেখেছে রিয়াল। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে তারা।
আরও পড়ুনমন্তব্য করুন