ফিফা’র নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক : ফিফা’র নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। সাবেক কোচ তিতের বেতন পরিশোধ না করায়, কিংসের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে আগামী তিনটি দলবদলে নতুন কোনো ফুটবলার অন্তর্ভুক্ত করতে পারবে না কিংস। দলবদলে নিষেধাজ্ঞা থাকলেও, চলতি মৌসুম খেলতে বাধা নেই ক্লাবটির।
দেশের ফুটবলে সুনাম রয়েছে বসুন্ধরা কিংসের। পেশাদারিত্বের কারণে ঘরোয়া ফুটবলে খুব দ্রুতই সবার নজর কেড়েছে ক্লাবটি। বসুন্ধরা কিংসই দেশের একমাত্র ক্লাব, যাদের রয়েছে নিজস্ব স্টেডিয়ামসহ আন্তর্জাতিকমানের ফ্যাসিলিটি। দেশ-বিদেশের তারকা ফুটবলারসহ বিদেশি কোচও রয়েছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ৭ মৌসুমের ৫টি শিরোপাই জিতেছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা।
তবে সময়ের সঙ্গে মুদ্রার উলটো পিঠ দেখতে শুরু করেছে কিংস সমর্থকরা। বেশ কদিন ধরেই ফুটবলে নেতিবাচক আলোচনায় বসুন্ধরা কিংস। সম্প্রতি জাতীয় দলের ফুটবলারদের ছাড়া নিয়ে গড়িমসি করে ক্লাবটি। তাই কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা। এছাড়া গেল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ায় কোচ তিতেকে বরখাস্ত করে বসুন্ধরা। এরপর পাওনা অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন রোমানিয়ান এই কোচ। তার অভিযোগের জবাবের জন্য বসুন্ধরা কিংসকে সময় বেঁধে দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুনসময় পেরিয়ে যাওয়ার পরও তিতের পাওনা পরিশোধ না করায়, এবার কিংসের দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আগামী তিনটি দলবদলে অংশ নিতে পারবে না ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ফিফা। এতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে কোনো পরিবর্তন আনতে পারবে না কিংস। নিষেধাজ্ঞা আসলেও চলতি মৌসুমে অংশ নিতে কোনো সমস্যা নেই ক্লাবটির। যদিও নিষেজ্ঞার আগে বিগ সাইনিং কিউবা মিচেলকে উড়িয়ে এনেছে কিংস।
দলবদলে নিষেধাজ্ঞা দেশের ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশে মোট ৫টি নিষেধাজ্ঞার ঘটনা রয়েছে। যার মধ্যে তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এছাড়া দেশের আরেক ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স গত মৌসুমে এক বিদেশি ফুটবলারের অর্থ পরিশোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছিল।
মন্তব্য করুন