ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। দন্ডপ্রাপ্ত আবু শাহীন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সাথে তার বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদকে আঘাত করেন আবু শাহীন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদি হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার