ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:১৭ রাত

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বিএনপি এদেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল। এই খেটে খাওয়া মানুষের দলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। যারা বিএনপিকে দাবিয়ে রেখে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এদেশের মানুষ তাদের সেই দিবাস্বপ্ন কোনদিন বাস্তবায়ন হতে দেবে না।

তিনি আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে স্থানীয় সৈকত চত্বরে সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, শহিবুল ইসলাম শিপন, এএসএম বজলুর করিম টোটন, যুবনেতা পাভেল আহম্মেদ, জরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর কারাদণ্ড

ঝুঁকিপূর্ণ ভবনের জন্য কর্মচারীদের নতুন ভবন দখলে মহসিন হলের শিক্ষার্থীরা

ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত ৪০

ভূমিকম্পে শতাধিক আহত