ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোট ৮৪ ওভার। যেখানে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ২৫০ রান। বলতে গেলে প্রথম দিন শেষে দু’দলই আছে সমান অবস্থায়। যেখানে দু’দলের সামনেই আছে সুযোগ। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের যত কম রানে আটকে রাখা যায়। অন্যদিকে ক্যারিবীয়দের লক্ষ্য সংগ্রহটাকে যত বাড়িয়ে নেওয়া যায়।

এই অবস্থায় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মিকাইল লুইস জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যের কথা। জানিয়েছেন, এখান থেকে চারশোর বেশি পুঁজি নিয়ে প্রথম ইনিংস শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২১৮ বলে ৯৭ রানের ইনিংস খেলা লুইস তার ব্যক্তিগত ইনিংস নিয়ে বলেন, ‘কয়েক ধাপের একটা ইনিংস ছিল। আমি আর ক্রেইগ ওপেন করেছিলাম। বেশ খানিকটা ময়েশ্চার থাকায় উইকেট একটু ধীরগতির ছিল। বল একটু ধীরে ব্যাটে আসছিল। আমরা অবশ্য সেই সময়টা ভালোভাবে পেরিয়ে গিয়েছিলাম। আমার এবং কাভেমের জুটিটা বেশ ভালোই যাচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে সেটা ক্যারি করতে পারেনি। পরবর্তীতে আমার এবং অ্যালিকের জুটি আমাদের এগিয়ে নিয়েছে। সে আমাকে গাইড করেছে। আপনি জানেন সে আমার থেকে অভিজ্ঞ এবং বারবার আমাকে বিভিন্ন তথ্য দিচ্ছিল। আমার মনে হচ্ছিল সে আমাকে সঠিক পথে এগিয়ে দিচ্ছিল।’

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ কোথায় থামবে; এমন প্রশ্নে লুইস বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। আমাদের এখনও জাস্টিন এবং জশুয়ার মতো দুজন ব্যাটার আছে। আমার ধারণা তারা দুজনে ভালো জুটি গড়বে এবং আমাদের সামনে এগিয়ে নেবে। এই উইকেটে আমি চারশর বেশি রান প্রত্যাশা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

ডাকসু নির্বাচন নিয়ে স্থগিতাদেশ রায়ের বিরুদ্ধে শুনানি শুরু

বান্দরবানে কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ছয় মাসের জন্য বহিষ্কৃত

সিলেটে বাংলাদেশের টার্গেট আজ ‘হোয়াইটওয়াশ’

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন