ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোট ৮৪ ওভার। যেখানে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ২৫০ রান। বলতে গেলে প্রথম দিন শেষে দু’দলই আছে সমান অবস্থায়। যেখানে দু’দলের সামনেই আছে সুযোগ। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের যত কম রানে আটকে রাখা যায়। অন্যদিকে ক্যারিবীয়দের লক্ষ্য সংগ্রহটাকে যত বাড়িয়ে নেওয়া যায়।

এই অবস্থায় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মিকাইল লুইস জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যের কথা। জানিয়েছেন, এখান থেকে চারশোর বেশি পুঁজি নিয়ে প্রথম ইনিংস শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২১৮ বলে ৯৭ রানের ইনিংস খেলা লুইস তার ব্যক্তিগত ইনিংস নিয়ে বলেন, ‘কয়েক ধাপের একটা ইনিংস ছিল। আমি আর ক্রেইগ ওপেন করেছিলাম। বেশ খানিকটা ময়েশ্চার থাকায় উইকেট একটু ধীরগতির ছিল। বল একটু ধীরে ব্যাটে আসছিল। আমরা অবশ্য সেই সময়টা ভালোভাবে পেরিয়ে গিয়েছিলাম। আমার এবং কাভেমের জুটিটা বেশ ভালোই যাচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে সেটা ক্যারি করতে পারেনি। পরবর্তীতে আমার এবং অ্যালিকের জুটি আমাদের এগিয়ে নিয়েছে। সে আমাকে গাইড করেছে। আপনি জানেন সে আমার থেকে অভিজ্ঞ এবং বারবার আমাকে বিভিন্ন তথ্য দিচ্ছিল। আমার মনে হচ্ছিল সে আমাকে সঠিক পথে এগিয়ে দিচ্ছিল।’

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ কোথায় থামবে; এমন প্রশ্নে লুইস বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। আমাদের এখনও জাস্টিন এবং জশুয়ার মতো দুজন ব্যাটার আছে। আমার ধারণা তারা দুজনে ভালো জুটি গড়বে এবং আমাদের সামনে এগিয়ে নেবে। এই উইকেটে আমি চারশর বেশি রান প্রত্যাশা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

বগুড়ার সান্তাহারের যুবক নওগাঁ থেকে নিখোঁজ

জেলা প্রশাসকের আর্থিক সহায়তা পেলেন দুই শিক্ষার্থী

বগুড়ার ধুনটে যুবলীগ নেতা চাঁন গ্রেফতার

পাবনার সুজানগরে নৌকার কদর বাড়ছে

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক