ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। গতকাল প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যায়। মার্কিন ডলার দুর্বল হয়ে পড়া এবং চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা সোনা কিনতে আগ্রহী হয়েছেন, যার ফলে এর দাম বেড়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলারে ওঠে। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। যা ইতিহাসের সর্বোচ্চ।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তার ভাষায়, আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে। খবর রয়টার্সেরমাসের পর মাস ধরে ট্রাম্প ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। ট্রাম্পের মূল অভিযোগ, পাওয়েল সুদহার কমাচ্ছেন না। সম্প্রতি তিনি আবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়েও পাওয়েলের সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান ছিল এবং থাকা উচিতও। কিন্তু ফেড অনেক ভুল করেছে। পাশাপাশি তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে দাবি করেন, বন্ধকির বিষয় নিয়ে জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ।

অর্থনীতিবিদেরা বলছেন, সোনায় বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে; অর্থাৎ সুদহার কমলে সোনার দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন

সুদহার কমানোর প্রত্যাশা ও ফেডের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণে মার্কিন ডলার চাপের মুখে পড়েছে। বর্তমানে প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি। এতে বিদেশি ক্রেতাদের জন্য সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে।

২০২৪ সালে সোনার দাম বেড়েছে ২৭ শতাংশ। চলতি বছরের মার্চ মাসে ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়েন এবং তখনই প্রথমবার আউন্সপ্রতি দাম তিন হাজার ডলার অতিক্রম করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল আইকন হিসেবে নতুন মাইলফলকে দীপিকা

লালমনিরহাটে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন 

সিরাজগঞ্জে ১৫৮ বোতল ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের দাম

খৈয়াছড়া ঝরনায় পর্যটক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮