ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে বাংলাদেশের টার্গেট আজ ‘হোয়াইটওয়াশ’

সিলেটে বাংলাদেশের টার্গেট আজ ‘হোয়াইটওয়াশ’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। এই লক্ষ্যে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ডাচদের আতিথ্য দেবে লিটন দাসের দল। এই ম্যাচের আগে গতকাল সিলেটে দুই দলই করেছে ঐচ্ছিক অনুশীলন।বাংলাদেশের হয়ে অনুশীলনে ছিলেন জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। বাকিরা হোটেলে বিশ্রাম নিয়ে কাটিয়েছেন পুরো দিন।

হোয়াইটওয়াশ করার ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে হচ্ছে খানিকটা সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম দুই ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্স চোখে পড়লেও, দলের সব ব্যাটার পাননি ব্যাটিংয়ের সুযোগ।

টস জিতে আগে ব্যাটিং নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ থাকলেও সেই পথে হাঁটেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেই সমালোচনার মধ্যেই আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই ম্যাচের আগে প্রত্যাশা থাকবে বাংলাদেশ যেন আগে ব্যাটিং করে ২০ ওভার ব্যাট করার পুরো সুযোগটা কাজে লাগায়।

আরও পড়ুন

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক সদস্য আমার দেশকে জানান, দলের ভেতরেও তেমন খানিকটা চিন্তাভাবনা আছে। তাহলে প্রথম দুই ম্যাচে টস জিতে কেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্নের জবাবে তার ভাষ্য ছিল, সিরিজ জয়টাই ছিল মুখ্য উদ্দেশ্য। আন্তর্জাতিক ম্যাচে কোনো দলকেই ছাড় না দেওয়ার মানসিকতার কারণে কন্ডিশন বুঝে আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামার ম্যাচে বাংলাদেশ একাদশে থাকবে একাধিক পরিবর্তন। প্রথম দুই ম্যাচে সাইডবেঞ্চে থাকা শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান সুযোগ পেতে পারেন এই ম্যাচে। বিশ্রামে যেতে পারেন সাইফ হাসান ও জাকের আলী অনিক। মূলত, এশিয়া কাপের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বোলিং ইউনিটেও আসবে পরিবর্তন। তাসকিন আহমেদও আজ বিশ্রাম পেতে পারেন।শেষ পর্যন্ত কেমন একাদশ আর কী চিন্তায় মাঠে নামে বাংলাদেশ দল- সেটাই এখন দেখার অপেক্ষা। তবে হোয়াইটওয়াশ করার সুযোগ যে হাতছাড়া করতে চায় না দল- সেটা স্পষ্ট তাদের মানসিকতায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকটের আশঙ্কা

ছবি মুক্তির আগেই আইনি জটে শাহরুখ কন্যা সুহানা

কক্সবাজারে পুলিশের ওপর হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

ডাকসু নির্বাচন : পূর্বঘোষিত ছুটি বাতিল, ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

সারাদেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৪৫০

খুলনায় ফের জাপার অফিস ভাঙচুর