গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের বিএডিসি বাজার এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিএডিসি বাজার এলাকায় (ডুয়েটের পাশে) এলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ কারখানার টিনশেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।
আরও পড়ুনগাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন