ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

চট্টগ্রাম পলিটেকনিক্যালে ছাত্রদল-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম পলিটেকনিক্যালে ছাত্রদল-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হল খোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়েছে। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এ জন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করছে ছাত্রদল। ছাত্রদলের ভয় ছাত্রাবাস চালু হলে শিবিরের কার্যক্রম চাঙা হবে। সেই ভয়ে হোস্টেল খুলতে দিচ্ছে না ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৩টার দিকে বহিরাগত ছাত্রদলের নেতা কর্মীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা হোস্টেলের জানালা–দরজা ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন

জানতে চাইলে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আবাসিক হল খোলা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহিরাগত কেউ হোস্টেলে যাইনি। মারধরের ঘটনাও ঘটেনি।’

পুলিশের ডিসি নর্থ ফসসাল আহমেদ বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী