ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন

জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন,ছবি: সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, জ্ঞান ফিরলেও মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। তাই এখনও বলা যাচ্ছে না নুর শঙ্কামুক্ত কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্টেবল। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বর্তমানে নুরের স্বাস্থ্য পরিস্থিতি স্টেবল রয়েছে বলেও জানান তিনি।

মেডিক্যাল বোর্ডে রয়েছেন, হাসপাতালের পরিচালক, অ্যানেস্তেশিয়া প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক-কান-গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় জন। 

ঢামেক পরিচালক জানান, রাতে আহত অবস্থায় নুরকে আনার পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা দেখেন। পরে সেখান থেকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন

তিনি বলেন, তার নাকের হার ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্ত খনন রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে  মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তার বর্তমান অবস্থা সম্পর্কে পরিচালক সাংবাদিককে বলেন, তিনি বর্তমানে স্টেবল রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কা মুক্ত বলছি না। মস্তিষ্কে যে রক্ত খনন রয়েছে, তা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাসে নিয়োগ দেবে মিনিস্টার, ২৫ বছর হলেই আবেদন

আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

অপরাধ কর্মকান্ড বাড়ছে

মাদারীপুরে ৪ বাসের সংঘর্ষে আহত ২০

সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা