ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বড় জয়ের আশায় কানাডার বিপক্ষে আজ মাঠ নামবে পাকিস্তান

বড় জয়ের আশায় কানাডার বিপক্ষে আজ মাঠ নামবে পাকিস্তান, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টানা দুই হারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত পাকিস্তানের। ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে কানাডার বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে প্রতিটি ম্যাচেই বড় জয়ের সঙ্গে, গ্রুপের অন্যদলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে গ্যারি কাস্টন শিষ্যদের। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৮টায়।

সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ ঘিরে কতই না পরিকল্পনা সাজিয়েছিল পিসিবি। কোচ পরিবর্তন, ফিক্সিংয়ের অভিযোগে জাতীয় দল থেকে বাতিলের খাতায় পড়ে যাওয়া মেধাবী পেসার মোহাম্মদ আমিরকে দলে ফেরানো। কত কিছুইতো করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু ছন্নছাড়া পাকিস্তান বিশ্বকাপের শুরুতেই হোঁচট খায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সুপার ওভারে হারের পর, চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে কাছে এসেছে হাত ফসকে বেরিয়ে গেছে জয়। এখন শঙ্কা জেগেছে বিদায়ের। তবে, খাদের কিনারায় থেকেও এখনও খরকুটো আকড়ে জেগে ওঠার স্বপ্ন বুনছে পাকিস্তান। ভারতের কাছে দুঃস্বপ্নের হারের পর এবার তাদের সামনে কানাডা।

গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে ২টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের, পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে। পাকিস্তান তাদের পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটে যেতে হলে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই তো হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রর ফলাফলের দিকে আলাদা করে নজর দিতে হবে পাকিস্তানকে।

আরও পড়ুন

নানা সমীকরণ মিললেই শুধু সুপার এইটে জায়গা হবে বাবরদের। ১১ জুন কানাডার বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। গ্রুপে ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচে জিততে হবে ভারতকে। ১৪ জুনের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারতে হবে কানাডাকে। গ্রুপে ১৫ জুন পরের ম্যাচে ভারতের কাছে হারতে হবে কানাডাকে। আর ১৬ জুন আয়াল্যান্ডের বিপক্ষেও বড় জয় পেতে হবে বারবরদের। এতসব যদি কিন্তুর পর আসবে নেটরানরেটের মারপ্যাঁচ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা