ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ইংল্যান্ড যাচ্ছেন সাকিব, দুই ধাপে দেশে ফিরছেন শান্তরা

ইংল্যান্ড যাচ্ছেন সাকিব, দুই ধাপে দেশে ফিরছেন শান্তরা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে তাদের মাটিতে বাংলাওয়াশ করে টেস্ট সিরিজে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। দেশের হয়ে খেলার পর সাকিব এবার কাউন্টি খেলতে ইংল্যান্ড যাবেন। সারের হয়ে খেলার জন্য তাকে আগেই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। এদিকে দুই ধাপে দেশে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম ভাগ আগামীকাল বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছাবে। আর দ্বিতীয়ভাগ পরদিন বৃহস্পতিবার দুপুর ২টায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরেও বেশি দিন বিশ্রামের সুযোগ নেই শান্তদের। আগামীকাল বুধবার থেকে সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। ৮ আগস্ট থেকে টেস্ট দলে থাকা ক্রিকেটারসহ সকলকে নিয়ে শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ১৩ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ হবে। বাংলাদেশ দলের যাওয়ার কথা রয়েছে ১৫ সেপ্টেম্বর।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন করাতে সাহায্য কামনা করেছেন আখতারী বেগম

সানজিদা থেকে সুনিতা’য় তার মুগ্ধতার যাত্রা

গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স  

বগুড়ায় আরও ২৬ আইন কর্মকর্তা নিয়োগ

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর

স্বাক্ষর জাল করে টিআর-কাবিখার ৫২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২