ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ জুন, ২০২৫, ১০:৪৬ দুপুর

মেঘনা নদীতে ২৮ যাত্রী নিয়ে ডুবেছে স্পিডবোট

মেঘনা নদীতে ২৮ যাত্রী নিয়ে ডুবেছে স্পিডবোট, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নৌকায় থাকা ২৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউ বাজার এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোটটি ২৮ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে বউ বাজার এলাকার কাছে পৌঁছালে নদীতে প্রবল স্রোতের মুখে পড়ে বোটটির তলা ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে বোটটি একপাশে কাত করে যাত্রীদের নেমে যেতে সহায়তা করেন। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

আরও পড়ুন

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, স্রোতের তোড়ে বোটের নিচের অংশ ফেটে যায়। ফলে বোটটি ডুবে যায়। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড