ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক সৃজন সাহার মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৭ জুন) সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুরের নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তারা নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

আরও পড়ুন

 

বিকাল সাড়ে ৫টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন গোসল করতে নামেন। সে সময় নদীতে গোসলের দৃশ্যও ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যান সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ চন্দ্র সরকার বলেন, ‘ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে