ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৪:৫৭ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলার ধোঁয়া ঘরে ঢোকা নিয়ে সংঘর্ষ; যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলার ধোঁয়া ঘরে ঢোকা নিয়ে সংঘর্ষ; যুবক খুন

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামে মাটির চুলায় রান্না করার সময় ঘরের মধ্যে ধোঁয়া যাওয়া নিয়ে বিতণ্ডার জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় আহত মনির হোসেন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ জুন) রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে। মনির পেশার দিনমজুর ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তার স্ত্রী এবং সাত ও দেড় বছর বয়সী দুটি ছেলে আছে।


নিহতের স্ত্রী অভিযোগ করেন, রবিবার দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী দুবেলা বেগম মাটির চুলায় রান্না বসান। এসময় মাটির চুলার ধোঁয়া মনিরের ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে ভাবির সঙ্গে মনিরের কথা-কাটাকাটি হয়। এর জেরে বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মনিরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে লাঠি ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মনির গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে শহরের বেসরকারি সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মনিরের মৃত্যু হয়।

আরও পড়ুন


এদিকে, মনিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।


সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিবুর রেজা বলেন, ‘‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি