বগুড়ার শিবগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বালু বোঝাই এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালকের নাম জমির উদ্দিন (৪৫)। সে ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাদ্দার শিকদারের ছেলে।
জানা গেছে, মোকামতলা-জয়পুরহাট সড়কের উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় গত শনিবার রাতে বালু বোঝাই ট্রাক ও মুরগীর ফিড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বালু বোঝাই ট্রাক চালক জমির উদ্দিন ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা নেওয়া হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন