পাবনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পাবনার বেড়া থানায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. আলেপকে(৫০) চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। আলেপ বেড়া থানার বৃশালিকা গ্রামের মৃত জয়নালের ছেলে।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটী ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
আরও পড়ুনপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭মে দুপুরে শিশুটি স্কুল থেকে ফিরে পাশের রাস্তায় খেলতে যায়। এসময় গ্রেফতারকৃত আলেপ শিশুটিকে টাকার লোভ দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানালে তিনি ওই দিনই বেড়া থানায় মামলা করেন। ঘটনার পর আলেপ পালিয়ে যায়। পরে গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তার (আইও) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1765733127.jpg)


