ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

এবার কোরবানির হাটে দেখা মিলবে বোচাগঞ্জের দুম্বা

এবার কোরবানির হাটে দেখা মিলবে বোচাগঞ্জের দুম্বা। ছবি : দৈনিক করতোয়া

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিশাল গরু, উট আর ছাগলের ভিড়ে এবার কোরবানির হাটে দেখা মিলবে বোচাগঞ্জের দুম্বা। এই নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বোচাগঞ্জ উপজেলার জহুরা এগ্রো ফার্মের ম্যানেজার। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমাদের খামারের বেশ কিছু দুম্বা কোরবানির হাটে বিক্রির জন্য উঠানো হবে।

শখের বশত ভারতের রাজস্থান থেকে ৬ টি দুম্বা এনে জহুরা এগ্রো ফার্ম পরম যত্নে লালন পালন করেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিক ভাবে পরিচর্যা করলে যে কোন দেশে যে কোন জায়গায় খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

বোচাগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাস পাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা এগ্রো ফার্মের তত্ত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারটি এক নজর দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন

আরও পড়ুন

বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবু কায়েস বিন আজিজ জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যে কোন পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিক ভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রম খামার হিসেবে নজর কেড়েছে।

জহুরা এগ্রো ফার্মের ম্যানেজার মো: লোকমান আলী বলেন, আসছে পবিত্র ঈদুল আজহার কোরবানির হাটে আমাদের খামারের দুম্বা দেখা যাবে। ইচ্ছে করলেই যে কেউ আমাদের খামারের দুম্বা কোরবানির জন্য ক্রয় করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা লুটের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

পিএসসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ঢাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবঞ্জের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২