বগুড়ায় তিন থানার ওসি রদবদল, সদর থানার নয়া ওসি হাসান বাসির
স্টাফ রিপোটার : বগুড়ায় পুলিশে রদবদল করা হয়েছে। একযোগে তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়। বগুড়া সদর থানার নয়া ওসি হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মো. হাসান বাসির। তিনি ওসি এস.এম মইনুদ্দীনের স্থলাভিষিক্ত হলেন।
ওসি এসএম মঈনুদ্দীনকে সদর থানা থেকে বদলি করে শেরপুর থানার ওসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া শেরপর থানা থেকে শফিকুল ইসলামকে বদলি করে শাজাহানপুর থানার ওসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। ১৯ মে জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনপুলিশ সুপারের দপ্তরের আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, এর আগে গত ৫ মে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলমকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1765733127.jpg)



