ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা 

আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা 

নিউজ ডেস্ক: সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকাবে বলে জানালেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।  আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

শুক্রবার (১৬ মে) দুপুরে তিনি সেখানে যান। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।


আদিলুর রহমান খান বলেন, “এটি একটি প্রাচীন বাজার। পুরনো হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট খুবই সরু এবং অপ্রতুল। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী বাজারের রাস্তা প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

আরও পড়ুন

তিনি বলেন, “অগ্নিকাণ্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।” 

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত