ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

বেনাপোলে পাওনা ৪০ হাজার টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

বেনাপোলে পাওনা ৪০ হাজার টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ায় সুমন হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 শুক্রবার (৯ মে) সন্ধ্যায় যশোরের বেনাপোলে এ ঘটনা ঘটে। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন। এরমধ্যে বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মশিয়ার গংদের বাড়ি গিয়ে টাকা ফেরতের তাগিদ দেন তিনি। একপর্যায়ে কথা কাটাকাটি শেষে সুমন চলে যান এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসেন।

আরও পড়ুন

কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মারা যান সুমন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এখনো কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন সরবরাহ বন্ধ

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

প্রায়শই এমন করে...

মৃত্যুর কারণ অনুসন্ধানে রায়ের বাজার থেকে ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

দুর্ঘটনা পঙ্গু দিনাজপুরের যুবক আফসারুল বাঁচতে চান

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩