ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার কাহালুতে দুই বৈদ্যুতিক মিটার চোর গ্রামবাসীর হাতে আটক

বগুড়ার কাহালুতে দুই বৈদ্যুতিক মিটার চোর গ্রামবাসীর হাতে আটক। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় গ্রামবাসী মিজানুর রহমান (২৩) ও আইনুল (৫৫) নামে দুই চোরকে আটক পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার জামগ্রাম ইউনিয়নের উত্তর দেবখন্ড (লক্ষীমন্ডপ)গ্রামে।

আটক মিজানুর রহমান উপজেলার জামগ্রাম ইউনিয়নের দ্বারাই গ্রামের খয়বর আলীর এবং আইনুল বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের চকদুলাহার গ্রামের মৃত ইসমাইল হোসেন ওরফে মালির ছেলে।

জানা গেছে, গত ৪/৫ দিন আগে লক্ষীমন্ডপ গ্রামের দক্ষিণ মাঠের গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়ে যায়। এরপর ওই নলকূপ সমিতির পক্ষ থেকে মিটার ফেরতের জন্য বিকাশের মাধ্যমে চোরদের দাবী করা টাকা প্রদান করা হলেও চোরেরা মাঠের মধ্যে লুকিয়ে রাখা মিটারটি খুঁজে পাচ্ছিল না। আজ বুধবার (৭ মে) দুপুর ২ টার দিকে চোর মিজানুরকে ওই মাঠের মধ্যে যায় এবং কিছু একটি খুঁজতে থাকে।

আরও পড়ুন

তা দেখতে পায় গ্রামের মানুষ। এরপর গ্রামবাসী একজোট হয়ে মাঠের মধ্যে থেকে মিজানুরকে ধরে ফেলে। গ্রামবাসীর গণপিটুনীতে মিজানুর মিটার চুরি করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে গ্রামের মানুষ অপর চোর আইনুলকেও তার গ্রাম থেকে তুলে এনে ওই দুই চোরকে লক্ষীমন্ডপ গ্রামের রুহুল আমিনের বাড়িতে আটক করে রাখে।

বিকেলে ঘটনার সংবাদ পেয়ে কাহালু থানার এস.আই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের থানায় আনার প্রস্তুতি নিলে উত্তেজিত গ্রামবাসীর তোপের মুখে পড়ে পুলিশ। এসময় গ্রামবাসী গণধোলায় দিয়ে দুই চোরকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি অতি জটিল হওয়ায় কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্ধ্যার পর জনরোষ থেকে ওই দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ করে দেওয়া হবে মণিহার সিনেমা হল

মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাবি ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে — ডাকসু ভিপি সাদিক

নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা