রংপুরের মিঠাপুকুরে বিয়ের ফাঁদে ফেলে নারী উদ্যোক্তার চার লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে তৌহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের ফাঁদে ফেলে এক নারী উদ্যোক্তার চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার উদ্যোক্তা নুর বানু গত শনিবার মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
নুরবানু বলেন, তিনি বলদীপুকুর বাসস্ট্যান্ডে খাবার হোটেল চালিয়ে সুখে-শান্তিতে জীবন যাপন করে আসছিলেন। কিন্তু আলু ব্যবসায়ী তৌহিদুল ইসলামের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছেন। তৌহিদুল ইসলাম তার সারা জীবনের গচ্ছিত চার লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন তার সাথে অমানবিক আচরণ করছেন। টাকা ফেরত চাওয়ায় হুমকি দিয়ে জানান ‘একজন কে পুড়িয়ে মেরেছি তোকেও বালিশ চাপা দিয়ে মারবো।’ এ কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরও পড়ুনএক প্রশ্নের জবাবে নুর বানু বলেন, ‘আমি থানায় অভিযোগ করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।’
মন্তব্য করুন