১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ২৭৩ রান তুলে অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসেই ৮২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শান্তরা। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা, এত লিড দাঁড়িয়েছে ১১২ রানে।
তৃতীয় দিন শেষে ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত আর ৬০ বলে ৩ বাউন্ডারিতে জাকের অপরাজিত ২১ রানে। এর আগে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে।
সকাল থেকেই হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। কিন্তু না। প্রায় দুই ঘণ্টা পর হলেও অবশেষে বৃষ্টি থামে। এরপর দুপুর ১টায় খেলা শুরু হয়। খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।
তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৬৫ রানের জুটিও করে ফেলেছিলেন। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেকথ্রু এনে দেন ভিক্টর নুয়াসি। বাঁহাতি মুমিনুলকে উইকেটরক্ষক নায়াশা মায়ভোর হাতের ক্যাচ বানান তিনি। ৮৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান মুুমিনুল। প্রথম ইনিংসে ফিফটি করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলীয় স্কোরকার্ডে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ হন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1764077728.jpg)
_medium_1764073474.jpg)

_medium_1764069372.jpg)


