ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ বিকাল

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: পিসিবি চেয়ারম্যান

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

বিশ্বকাপ বয়কট করার প্রসঙ্গে বল সরকারের কোর্টে ঠেলে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকার খেলার কথা বললে পাকিস্তান খেলবে, বয়কটের কথা বললে বয়কট করবে। শনিবার এমন কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বেশ কয়েকজন বিশ্বকাপ বয়কট করার কথা বলেছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, বিশ্বকাপ বর্জন করলে এই সিদ্ধান্তে তিনি সমর্থন দেবেন। সাবেক অধিনায়ক রশিদ লতিফ বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, এই গুঞ্জন বেশ কিছু দিন আগের।

আরও পড়ুন


এসব ঘটনার ধারাবাহিকতায় মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। একেক দেশের ক্ষেত্রে একেক ধরনের সিদ্ধান্ত হতে পারে না। আইসিসির দ্বিচারিতায় তিনি অসন্তুষ্ট। এমন অবস্থায় বয়কট প্রসঙ্গে তাদের অবস্থান নির্ধারিত হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী।

বিশ্বকাপ বয়কট করার প্রশ্নে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজ নাকভি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।’ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার জন্য শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে গিয়েছিলেন। তিনি কবে নাগাদ পাকিস্তানে ফিরবেন, তা জানা যায়নি।

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে উল্লেখ করে নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি চলতে পারে না। যেখানে একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টো করা হয়। আমাদের অবস্থান হলো বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একজন বড় অংশীদার। এই অবিচার করা উচিত নয়।’

নাকভি যোগ করেন, ‘একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। আর যদি এমন নির্দেশ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানেরও নিজস্ব অবস্থান আছে।’ পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে প্ল্যান ‘বি’ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে সিদ্ধান্তটা আসুক; আমাদের প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ সবই আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: পিসিবি চেয়ারম্যান

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন

আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে নতুন টুর্নামেন্ট চালু করছে বিসিবি

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড