ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৩ দুপুর

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ গিলেম্পি ও আফ্রিদি

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ গিলেম্পি ও আফ্রিদি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এক বিবৃতিতে এমনটাই জানিয়ে আইসিসি। পুরো ব্যাপারটা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। আইসিসির ভারতপ্রীতি নিয়ে ক্ষুব্ধ অনেকে। এবার ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি।

গতকাল (শনিবার) আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে আইসিসির আলোচনা শুরুর পর থেকেই বিকল্প নাম হিসেবে স্কটল্যান্ডের কথা শোনা যাচ্ছিল।

আইসিসির দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা।।আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।’এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলেও মনে করেন আফ্রিদি। সকল সদস্য দেশের প্রতি সমান আচরণের আহবান জানিয়ে তিনি লিখেছেন, ‘ধারাবাহিক সঙ্গতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও মিলিয়ন দর্শক সম্মান প্রত্যাশা করে–দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, সেটি জ্বালিয়ে দেওয়া নয়।’

আরও পড়ুন

অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তার প্রশ্ন– ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’ এর আগে ২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলছেন, ‘মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?’

প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিনতারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মেগা ইভেন্টটি শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ গিলেম্পি ও আফ্রিদি

আজ চট্টগ্রামে তারেক রহমানের জনসভা

জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার

কারাগার থেকেই স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানালেন ছাত্রলীগের সাদ্দাম

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার