ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

উত্তর কোরিয়ার সঙ্গে সড়ক সেতু নির্মাণ করবে রাশিয়া

উত্তর কোরিয়ার সঙ্গে সড়ক সেতু নির্মাণ করবে রাশিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং উত্তর কোরিয়া শীঘ্রই দুই দেশের মধ্যে তুমেন নদীর ওপর একটি সড়ক সেতু নির্মাণ শুরু করবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে। ২০২৪ সালে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় সেতুটি নির্মাণে সম্মত হয়েছিল। তখন দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল।

এই সড়ক সেতুটি সেখানে আবস্থিত ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুর কাছে নির্মিত হবে। ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুটি ১৯৫৯ সালে কোরিয়ান যুদ্ধের পর চালু হয়েছিল। রাশিয়ান মিডিয়া অনুসারে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে সীমান্ত অতিক্রম করার জন্য একটি প্রাচীন কাঠের সেতু ব্যবহার করা হতো কিন্তু এটি ধ্বংস যায়। উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোর আরআইএ-কে বলেন, ‘সেতুটির নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তিনি বলেন, ‘দুই পক্ষ প্রস্তুতিমূলক কাজ করছে, নকশা চূড়ান্ত করছে, নির্মাণ কর্মী এবং সরঞ্জামের বিষয়ে তালিকা তৈরি করছে।’

আরও পড়ুন

বছরের পর বছর ধরে আলোচনাধীন এই সড়ক সেতুটি ৮৫০ মিটার (২ হাজার ৭৮৯ ফুট) লম্বা হবে এবং রাশিয়ান হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত হবে। তবে দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা এসআই অ্যানালিটিক্স ৫ মার্চের এক প্রতিবেদনে বলেছে, সেতুর ভিত্তি এবং সড়ক সংযোগের কাজ শুরু হয়েছে বলে মনে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে একমাত্র রেল সংযোগ স্থাপনের পর এই সেতুটির দ্রুত নির্মাণের ফলে অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক বিনিময় হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতসহ সাত দল

আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

দুর্দান্ত জয় লিভারপুলের, গোল উৎসব বায়ার্ন-পিএসজি’র