বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ভাইসহ চারজনের বিরুদ্ধে মামলা
কোর্ট রিপোর্টার : বগুড়ার ধুনটে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও মারপিটের অভিযোগে মো. তুহিন এবং তার মা-ভাইসহ চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১ এ মামলাটি দায়ের করা করা হয়।
ওই আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য ধুনট থানার অফিসার ইনচার্জের প্রতি আদেশ দেন। মামলার আসামিরা হলো-ধুনট উপজেলার ছোট চাপড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে তুহিন (৩০), তার বড় ভাই আলম (৩৪), তাদের মা আলেফা বেগম এবং তাদের আত্মীয় মৃত কিনা প্রামানিকের মেয়ে বুলবুলি।
মামলার অভিযোগে বলা হয় যে, বাদিনী কলেজছাত্রী আত্মীয়তার সুবাদে ওই কলেজ ছাত্রীর সাথে আসামি তুহিনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামি তুহিন ওই ছাত্রীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপরে তাকে বিয়ে না করলে ওই আসামি তুহিনের বাড়িতে অবস্থান নিলে আসামি তুহিনের মা আলেফা খাতুন, ভাই আলম মিয়া এবং আত্মীয় বুলবুলি খাতুন ওই কলেজ ছাত্রীকে মারপিট করে আহত করে।
আরও পড়ুনআহত ওই ছাত্রী ধুনট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কলেজছাত্রী ধুনট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিলে ওই ট্রাইব্যুনালে এসে এই মামলা দায়ের করেন। বাদিনী পক্ষে মামলাটি পরিচালনা করেন ওই ট্রাইব্যুনালের পিপি এড. মোজাম্মেল হক।
মন্তব্য করুন

_medium_1767597641.jpg)






